ভারতের ত্রিপুরায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া
এ ঘটনায় আরো আহত হয়েছেন ১৫ জন। বুধবার বিকেল ৪টার দিকে ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে
উল্টোরথ যাত্রার সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর আনন্দবাজারের।
পত্রিকাটি জানায়, রথ টানার সময় সেটির চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ
করে। এর ফলে রথটিতে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান।
উল্টোরথ যাত্রা উপলক্ষে অসংক্য দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিলেন। প্রায়
হাজারেরও বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখনই ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক
তার রথের চূড়া স্পর্শ করে।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সামাজিক মাধ্যম
টুইটারে এক টুইটে তিনি লিখেছেন, ‘কুমারঘাটে উল্টোরথ টানার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায়
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকে আহতও হয়েছেন।
এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
আরআই