রোববার থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৩

টানা দুদিন অঝোরে বৃষ্টি হয়েছে। শুক্রবারও বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরের দিন রোববার থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। শুক্রবার (৩০ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।  

 

এদিকে বৃষ্টির প্রবণতা কমে আসায় সমুদ্রবন্দরে দেওয়া তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

ওদিকে শুক্রবার (৩০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা সিলেটের অধিকাংশ জায়গার এবং খুলনা, বরিশাল চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা সারাদেশে সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর