ছবি- সংগৃহিত
এবার সারাদেশে ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি করা হয়েছে পবিত্র ঈদুল আজহায়। এসব পশুর পুরোটাই প্রস্তুত করা হয়েছিল এ দেশে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে কম গবাদিপশু কোরবানি করা হয়েছে। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোরবানির জন্য গবাদিপশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। তবে কোরবানির এ সংখ্যা গত বছরের চেয়ে বেশি। আগের বছরে কোরবানি করা হয়েছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু।
এবার দেশের বিভিন্ন খামার এবং প্রান্তিক কৃষকের কাছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি কোরবানিযোগ্য পশু ছিল। সে হিসাবে চাহিদার চেয়ে ২১ লাখ ৪১হাজার ৫৯৪টি পশু উদ্বৃত্ত থাকে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে কম কোরবানি হওয়ায় ২৪ লাখ ৯৫ হাজার ৫২১টি গবাদিপশু উদ্বৃত্ত রয়ে গেছে।
বিডি/এন/এমকে