নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

বাংলাদেশ২৪ অনলাইন ডেস্ক
০১ জুলাই ২০২৩

তিস্তা ব্যারেজ- ফাইল ছবি

উজানসহ দেশের ভেতরে বৃষ্টি হচ্ছে। এতে ফুলে ফেঁপে উঠছে দেশের নদ-নদীর পানি। পানি বৃদ্ধি পাচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ-নদীর। বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকলে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি শুক্রবার সকালে বিপৎসীমার উপরে প্রবাহিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চল উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হলে অঞ্চলের সুরমা, কুশিয়ারা, যদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরির পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

ওদিকে বৃষ্টি হলেও ব্রহ্মপুত্র-যমুনা পদ্মার পানি কমছে। গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে। এমন পরিস্থিতি  পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- দেশের বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা সিলেটের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও সম্ভাবনা আছে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর