প্রিগোজিন
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হযে যুদ্ধ করছে ওয়াগনার গ্রুপ। সম্প্রতি গোষ্ঠীটি
বিদ্রোহ করে মস্কোর উদ্দেশ্যে যাত্রা করে। তবে বিদ্রোহ মনোভাব দূর ফের ক্যাম্পে ফিরে
গেছে। এরই মধ্যে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে
অভিয়োগ করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ
বলেছেন, হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবিকে।
কিরিলো বুদানভ বলেন, প্রিগোজিনকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে এফএসবিকে।
আমরা এমন তথ্য জানতে পেরেছি। তবে তারা এ কাজে সফল হতে পারবে কিনা তা ভবিষ্যতে দেখা
যাবে।
তবে রাশিয়া ওয়াগনার প্রধানকে হত্যা করতে ব্যর্থ হবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘সঠিকভাবে কাজটি সম্পন্ন কারার জন্য তারা (এফএসবি) সময় নেবে। তবে তাকে হত্যা
করার সাহস তারা দেখাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
আরআই