ছবি : সংগৃহিত
প্রযুক্তির নিত্য-নতুন আবিষ্কারে বিষ্মিত হচ্ছে মানুষ। এবার উড়ন্ত কার এনে নতুন বিষ্ময় সৃষ্টি করল যুক্তরাষ্টে্রর একটি কোম্পানি। দেশটির কাছ থেকে ইতোমধ্যে আইনি অনুমোদন পেয়েছে গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিকস। এবার এটির উড্ডয়নের পালা। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের
অ্যাভিয়েশন বিভাগের আইনি প্রতিষ্ঠান অ্যারো ল সেন্টারের বরাত দিয়ে এ ঘোষণা দেওয়া হয়েছে।
খবরে আরো বলা হয়েছে, কোম্পানিটির উড়ন্ত গাড়ি ওড়ার জন্য ইউএস ফেডারেল অ্যাভিয়েশন
অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কাছ থেকে বিশেষ সনদ পেয়েছে। যুক্তরাষ্ট্রে এটিই প্রথম কোনো
উড়ন্ত গাড়ি, যেটি ওড়ার আইনি অনুমোদন পেল।
গাড়িটির বৈদ্যুতিক উড্ডয়ন ও অবতরণের কৌশল নিয়ে এফএএ সক্রিয়ভাবে কাজ করছে
বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান।
গাড়িটি শতভাগ বৈদ্যুতিক। যাত্রী বহন করতে পারবে এক থেকে দুইজন। সড়ক পথে
যানজট বা অন্য কোনো কারণে গাড়ি চলাচল ব্যাহত হলে এটি উড়তে পারবে। যানজটের এ যুগে বিজ্ঞানের
এ অভিনব অবিষ্কার মানুষকে আরো গতিশীল করবে। এটির দাম রাখা হয়েছে প্রায় তিন লাখ মার্কিন
ডলার।
আরআই