৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

Rabiul Islam
০১ জুলাই ২০২৩

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। দেশিটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ জাভায় এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। শুক্রবার সন্ধ্যায় এটি আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা ওই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করছে। দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

 

ভূমিকম্পের জেরে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর