ন্যাটোকে হুমকি দিয়ে বসলেন জেলেনস্কি

Rabiul Islam
০১ জুলাই ২০২৩

বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক জোট ‘নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স’ তথা ন্যাটোকে এবার হুমকি দিয়ে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

 

মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক জোটটির সম্মেলন আগামী ১১ ও ১২ জুলাই। লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনাসে এ সম্মেলন অনুষি্ঠত হওয়ার কথা রয়েছে।

 ‘নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স’ তথা ন্যাটোকে এবার হুমকি দিলেন যুদ্ধবিধ্বস্ত

লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনাসে আগামী ১১ ও ১২ জুলাই ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে

 

সম্মেলনে ন্যাটোর অতিথি সদস্য হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যোগ দেবেন। বেশ আগে থেকেই ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে ইউক্রেন। কিন্তু কয়েক দিন আগে ন্যাটো মহাসচিব ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কিছু শর্ত দিয়েছিলেন। তার এর শর্তের বিপরীতে এ হুমকি দিলেন জেলেনস্কি।

 

 

প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান ইগোর ঝোভকা জানিয়েছেন, ন্যাটো যদি তার শর্ত তুলে নেয় এবং এ জোটের সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে বিবেচনা করে, তবেই ন্যাটোর আসন্ন সম্মেলনে যাবেন জেলেনস্কি। নচেৎ যাবেন না তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর