আরও কয়েকদিন হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৩

null

রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে শনিবার (১ জুলাই) এমন তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা সিলেটের বেশিরভাগ জায়গায় এবং বরিশাল চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে ও দমকা হাওয়া বইতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে  এ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। তারা বলছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। আর উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর