ছবি : সংগৃহিত
তীব্র দাবদাহে পুড়ছে মেক্সিকো। তিন সপ্তাহ ধরে চলছে এ তাপপ্রবাহ। প্রচণ্ড
গরমে অন্তত জন মানুষ মারা গেছেন। প্রচণ্ড গরমে বন্ধ রাখা হয়েছে বেশ কিছু অঞ্চলের স্কুল-কলেজ।
দেশটির কিছু কিছু এলাকার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। দেশটির স্বাস্থ্য
মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
বেশিরভাগ মানুষ হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, কয়েক জনের মৃত্যু হয়েছে ডিহাইড্রেশনে। মৃতদের ৬৪
শতাংশই দেশের উত্তরের স্টেট নুয়েভো লিওনের বাসিন্দা। বাকিরা হলেন টামাওলিপাস ও ভেরাক্রুজে
বাসিন্দা।
তবে বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে উত্তরের
স্টেটগুলির তাপমাত্রা কমেনি। সোনোরা স্টেটের আকোঞ্চি শহরে বুধবার দিনের তাপমাত্রা ছিল
৪৯ ডিগ্রি সেলসিয়াস।
আরআই