বার্সার নতুন সভাপতি হুয়ান

০৮ মার্চ ২০২১

হুয়ান লাপোর্তা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নতুন সভাপতি দায়িত্ব পেয়েছেন। ২৭ অক্টোবর সভাপতির পদ থেকে জোসেফ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করেন। এর পর থেকেই চলছিল গুঞ্জন, কে হচ্ছে বার্সার সভাপতি। তবে সব গুঞ্জনের এবার অবসান হলো।

রোববার ভোট দিয়ে নতুন প্রধান ও বোর্ড বেছে নিয়েছেন কাতালান ক্লাবটি। লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জর্দি আলবাসহ অনেক খেলোয়াড়রাও এতে অংশ নেন।

মোট ভোট পড়েছে ৫১ হাজার ৯৮৩টি। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি দায়িত্ব পালন করা কাতালান আইনজীবী ও রাজনীতিক লাপোর্তা পেয়েছেন ৩০ হাজার ১৮৪টি বা ৫৪.২৮ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯টি বা ২৯.৯৯ শতাংশ ভোট। আরেক প্রার্থী ফ্রেইসা পেয়েছেন ৪ হাজার ৭৬৯টি বা ৮.৫৮ শতাংশ ভোট।

আরআই


মন্তব্য
জেলার খবর