জন্মাহার বাড়াতে ১৩ কোটি ৮০ লাখ ডলারের বোনাস ঘোষণা

Rabiul Islam
০১ জুলাই ২০২৩

জন্মাহার বাড়াতে ১৩ কোটি ৮০ লাখ ডলারের বোনাস ঘোষণা করেছে চীনের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নাম ট্রিপ ডটকম। এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ট্রাভেল এজেন্সির মধ্যে অন্যতম। সন্তান জন্মদানে উৎসাহ দিতে প্রতিষ্ঠানটির ৩২ কর্মীর মাঝে চাইল্ড কেয়ার সাবসিডিজ নামে এ বোনাস ঘোষণা দিয়েছে।

 

প্রতিষ্ঠানটিতে যারা তিনবছর যাবৎ চাকরি করছেন, তারা প্রতিটি নবজাতকের জন্য ১ হাজার ৩৭৬ মার্কিন ডলার করে বোনাস পাবেন। সন্তানের প্রথম জন্মদিন থেকে পাঁচ বছর বয়স  পর্যন্ত এ বোনাস দেওয়া হবে।

 

আজ শনিবার থেকে এ নীতি কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

ট্রিপ ডটকমের নির্বাহী চেয়ারম্যান জেমস লিয়াং শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘এ নতুন চাইল্ড কেয়ার বেনিফিট প্রবর্তনের মাধ্যমে আমরা কর্মীদের আর্থিক সহায়তা দেব। এতে কর্মীরা তাদের পেশাগত লক্ষ্য ও অর্জনের সঙ্গে আপস না করে পরিবার শুরু বা বড় করতে উৎসাহিত হবেন।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর