বাণিজ্যমন্ত্রী
সিন্ডিকেট বলে দেশে কিছু নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচা মরিচের দাম কেন বাড়ল- সেটা কৃষি মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। এটা কৃষিজাত পণ্য, আমার বিষয় না।
শনিবার (১ জুলাই) কাঁচা মরিচের দাম বৃদ্ধি সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। রোটারি ক্লাব অফ বগুড়ার নতুন বর্ষ উপলক্ষে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্যমন্ত্রী।
কাচাঁ মরিচের দাম সামাল দিতে সরকার কাঁচা মরিচ আমদানি করবে বলেও এ সময় জানান মন্ত্রী টিপু মুনশি।
সিন্ডিকেট প্রসঙ্গে বলেন, আমদানির পণ্য কখনও কখনও কিছুদিনের জন্য হোল্ড করে রাখা হয়। সেটা ভোক্তা অধিকার দিয়ে ধরার চেষ্টা করা হয়। আমদানির পণ্য বাইরে দাম বাড়লে আমাদের দেশেও বাড়ে। তারপরেও কোন কোন ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে সব চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
বিডি/ই/এমকে