ফাইল ছবি
ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা ৫ দিনের ছুটি শেষ হয়েছে শনিবার (১ জুলাই)। রোববার (২ জুলাই) খুলছে সরকারি সব অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, আদালত ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ৫দিন পর ফের কর্মস্থলে ফিরছে কর্মচাঞ্চল্যতা।
কর্মস্থলে যোগ দিতে শনিবারের (১ জুলাই) মধ্যেই কর্মস্থল এলাকায় পৌঁছেন কর্মজীবিদের একটা বড় অংশ। কাছাকাছি দুরুত্বের অনেকে শনিবার ভোরে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওদিকে শনিবার বিকাল থেকেই রাজধানী ঢাকা তার চিরচেনা রূপে ফিরতে শুরু করে। তবে কর্মস্থলে ফিরতে বাধ সেধেছিল বৃষ্টি।
এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার প্রচলিত তিনদনের ছুটি ছিল ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত। নির্বিঘ্নে সাধারণ মানুষের ঈদ উদযাপনের লক্ষ্যে সরকার ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে। ৩০ জুনের পরদিন ছিল শনিবার, সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলে টানা ৫ দিনের ছুটি ছিল এ ঈদে। লম্বা ছুটির কারণে বেশিরভাগ কর্মজীবি এবার কর্মস্থল এলাকার বাইরে স্বজনদের সঙ্গে এ ঈদ উদযাপন করেছেন।
এদিকে শনিবার রাজধানীর সবগুলো প্রবেশদ্বার সংশ্লিষ্ট বাস্টস্যান্ড, রেলস্টেশন ও লঞ্চঘাটে কর্মস্থলমুখী মানুষে ভীড় ছিল। যানবাহনগুলোতে যাত্রীর বাড়তি চাপ তেমনটা না থাকলেও আসন ছিল কানায় কানায় পূর্ণ। রেলওয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রেনে মূল চাপটা রোববার পড়বে, এ চাপ কয়েক দিন থাকবে ।
বিডি/এন/এমকে