মাকে হারালেন সাংবাদিক টুকুন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০১ জুলাই ২০২৩

বেগম রিজিয়া খন্দকার

পাবনার চাটমোহরের স্থানীয় দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রকিবুর রহমান টুকুন তার মাকে চিরদিনের জন্য হারালেন শনিবার (১ জুলাই) দুপুরে। শহরের পাঠানপাড়া মহল্লায় নিজের বাড়িতে তার মা বেগম রিজিয়া খন্দকার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৮৩ বয়সী বেগম রিজিয়া খন্দকার বার্ধ্যকের কারণে মারা গেছেন বলে জানা গেছে। বাদ এশা ঐতিহ্যবাহী শাহী মসজিদ চত্ত্বরে নামাজে জানাযা শেষে তার লাশ দাফন করা হয়।

মাকে হারানোর বেশ কয়েক বছর আগে বাবা ফজলুর রহমান খন্দকারকে হারান সাংবাদিক টুকুন। মৃত্যুকালে বেগম রিজিয়া খন্দকার ৫ ছেলে আর ৩ মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন আর অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

প্রসঙ্গত, বেগম রিজিয়া খন্দকার চাটমোহরের বিশিষ্ট দলিল লেখক রাজ্জাকুর রহমান টগর, দৈনিক ভোরের কাগজের চাটমোহর প্রতিনিধি বকুল রহমান, বিশিষ্ট চিত্রশিল্পী মিলন রব ও চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষিকা ফাহিমা খন্দকারের মা। রকিবুর রহমান টুকুন চাটমোহর প্রেস ক্লাবের আহবায়ক।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর