সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। শনিবার বাতে
বেঙ্গালুরুতে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে যায় লাল-সবুজের দল। নির্ধারিত সময়ে কোনো দলই
গোল করতে পারে না। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি পায় কুয়েত। অতিরিক্ত সময়ের নবম মিনিটে
গোলটি করেন কুয়েতের আব্দুল্লাহ আল বায়ুশি।
কুয়েত বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগিয়ে রয়েছে। তবুও তাদের
চোখে চোখ রেখে খেলেছে লাল-সবুজের ছেলেরা। হারলেও এমন অসাধারণ খেলে প্রশংসায় ভাসছেন
জামাল ভুঁইয়ারা।
নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। প্রতিপক্ষকেও কোনো গোলও
করতে দেয়নি। ফলে ০-০ সমতায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় খেলা। অরিতিক্ত সময় শেষ হলে ইনজুরি
সময় দেয় রেফারি। আর তখনই গোল করে কুয়েত। সেইসাথে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
আরআই