চট্টগ্রামে পৌঁছেছে টাইগাররা

Rabiul Islam
০২ জুলাই ২০২৩

সদ্য শেষ হলো মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল আজহা। তবে ক্রিকেটারদের বসে থাকার সুযোগ নেই। দরজায় কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

 

ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকা থেকে চট্টগ্রামে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। দলের ১৩ জন সদস্য সেখানে পৌঁছেছেন বলে জানা গেছে। তবে তামিম ইকবাল আগে থেকেই সেখানে রয়েছেন।

 

আফগানদের বিপক্ষে টেস্টের মতো ওয়ানডে সিরিজেও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাসকিন আহমেদ। তাসকিন বলেন, ‘ইনশাল্লাহ ভালো সিরিজ হবে আশা করছি। ঈদের ছুটি কাটিয়ে ব্যাক ইন বিজনেস। আশা করছি, সবাই সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশায় খেলব ইনশাল্লাহ।’

 

এ মাসের ৫ তারিখেই মাঠে নামবে দু’দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সাদা বলের মাঠের লড়াই।

 

আরআই


মন্তব্য
জেলার খবর