ছবি : সংগৃহিত
১৫ মাসের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন হয়েছে। দেশটির রাজনৈতিক অস্থিরতার
কারণে রুবলের দরপতন হয়েছে। শুক্রবার ডলারের বিপরীতে রুবলের মান প্রথমবারের মতো ৮৯ ছাড়িয়ে
যায়। তবে শনিবার রুবলের দাম বাড়া শুরু হয়েছে। খবর রয়টার্সের।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় ১১টা ৫৬ মিনিটে
রুবলের মান ১ দশমিক ৮ শতাংশ পড়ে যায়। তখন প্রতি ডলারের বিপরীতে ৮৯ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়।
এর আগে তা সর্বোচ্চ ৮৯ দশমিক ৩২ রুবল পর্যন্ত উঠেছিল।
এদিকে ইউরো ও ইউয়ানের বিপরীতেও রুবলের দরপতন হয়েছে। ইউরোর বিপরীতে রুবলের
১ দশমিক ৮ শতাংশ দরপতনের পর প্রতি ইউরোর মান দাঁড়ায় ৯৬ দশমিক ৭৪ রুবল। ফলে তা ১৫ মাসের
মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এ ছাড়া ইউয়ানের বিপরীতে তার ১ দশমিক ৪ শতাংশ দরপতন
হয়েছে। ফলে প্রতি ইউয়ানের মান দাঁড়িয়েছে ১২ দশমিক ২৩ রুবল, ১৪ মাসের মধ্যে ইউয়ানের
বিপরীতে রুবলের সর্বনিম্ন মান।
আরআই