ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।
চ্যাম্পিয়নস লিগে নিজের ক্লাব ভালো করতে পারেনি। তবে ব্যক্তিগত নৈপুণ্যের সুবাদে চ্যাম্পিয়নস
লিগের বর্ষসেরা গোলের পুরস্কার নিজের করে নিয়েছেন মেসি।
২০২২-২৩ মৌসুমের গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষে অসাধারণ একটি গোল করেছিলেন
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এ মহাতারকা। সমর্থকদের ভোটে সেটি নির্বাচিত হলো ইউরোপের সর্বোচ্চ
ক্লাব প্রতিযোগিতার সেরা গোল। এরই সুবাদে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা
উয়েফা তাকে পুরস্কৃত করে।
ইউরোপীয় ফুটবল অধ্যায়ের ইতি টেনে নতুন গন্তব্য আমেরিকায় লিওনেল মেসি। চ্যাম্পিয়নস
লিগের গত মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি দলীয়ভাবে ব্যর্থ হলেও ব্যক্তিগত নৈপুণ্যের সুবাদে
চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছেন ক্লাবটির সাবেক তারকা লিওনেল মেসি।
সেরা গোল নির্বাচনের জন্য ১০টি গোল বাছাই করে উয়েফা। এরপর ফুটবল ভক্তদের
ভোট দিতে বলা হয়। ভক্তরা মেসির গোলকেই সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে।
তবে বিশেষজ্ঞদের ভোটে সেরা হয়েছে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল।
গ্রুপ পর্বে সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাক্রোব্যাটিক কায়দায় ওই গোল
পেয়েছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। সমর্থকদের ভোটে তৃতীয় স্থান অধিকার করেছে তার দল।
আরআই