‘জিম আফ্রো’ টি-টেন লিগে মুশফিক

Rabiul Islam
০২ জুলাই ২০২৩

ক্যারিয়ারের পরিণত বয়সে উপনীত হয়েছেন লিটল মাস্টার মুশফিকুর রহিম। অসংখ্য রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন। ওয়ানডেতে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি তারই। তবে দেশের বাইরে বিভিন্ন লিগে তেমন একটা খেলা হয় না তার। এবার জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্ট ‘জিম আফ্রো’ টি-টেন লিগে দল পেয়েছেন তিনি।

 

জিম্বাবুয়ের এ টুর্নামেন্টের ‘জোবার্গ বাফালোস’ দলে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন মুশফিক। তবে মুশফিককে দলে নেওয়ার বিষয়টি তারা এখনও আনু্ষ্ঠানিকভাবে জানায়নি। তবে জিম অ্যাফ্রো টি-টেনের আয়োজক জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ওয়েবসাইটে ড্রাফট-পূর্ব চুক্তিবদ্ধ ক্রিকেটারদের যে নামের তালিকা প্রকাশ করেছে, সেখানে মুশফিকের নাম আছে।

 

টি–টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগিতায় জিম অ্যাফ্রো টি-টেন অনুষ্ঠিত হবে ৫টি দল নিয়ে। দলগুলো হচ্ছে জোবার্গ বাফেলোস, হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, বুলাওয়ে ব্রেভস ও কেপটাউন স্যাম্প আর্মি। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে।

 

আগামী ২০ জুলাই শুরু হবে জিম আফ্রো টি-টেন লিগ। আগামী সোমবার (৩ জুলাই) প্রতিযোগিতার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর জানা যাবে টুর্নামেন্টটিতে মুশফিকের সাথে আর কে কে খেলবেন।

 

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর