কম্বোডিয়ায় নাইটক্লাবে আগুন, নারীসহ নিহত ৬

Rabiul Islam
০২ জুলাই ২০২৩

নাইট ক্লাবে আগুন লাগার ঘটনা নতুন নয়। এবার কম্বোডিয়ার একটি নাইট ক্লাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী নমপেনে একটি নাইটক্লাবে আগুন লেগে ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে চার পুরুষসহ দুই জন নারী নিহত হয়েছেন।

 

নমপেন মিউনিসিপাল পুলিশের মুখপাত্র স্যান সক সেইহা এ খবর জানিয়েছেন। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

সক সেইহা বলেন, ‘ওই নাইটক্লাবটিকে আরও হতভাগ্য কেউ রয়েছে কি না তা এখনই আমরা বলতে পারছি না। পুলিশ এখনও পুড়ে যাওয়া নাইটক্লাবটিতে ঢুকতে পারছে না।’

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর