মন্তব্য
নাইট ক্লাবে আগুন লাগার ঘটনা নতুন নয়। এবার কম্বোডিয়ার একটি নাইট ক্লাবে
আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী নমপেনে একটি নাইটক্লাবে আগুন লেগে ছয় জনের মৃত্যু
হয়েছে। শনিবার সন্ধ্যায় এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে চার পুরুষসহ দুই জন নারী নিহত হয়েছেন।
নমপেন মিউনিসিপাল পুলিশের মুখপাত্র স্যান সক সেইহা এ খবর জানিয়েছেন। এএফপির
এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সক সেইহা বলেন, ‘ওই নাইটক্লাবটিকে আরও হতভাগ্য কেউ রয়েছে কি না তা এখনই
আমরা বলতে পারছি না। পুলিশ এখনও পুড়ে যাওয়া নাইটক্লাবটিতে ঢুকতে পারছে না।’
আরআই