আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মাজহারুল হক প্রধান
পঞ্চগড়ে যাত্রা শুরু করেছে আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টার। রোববার (২ জুলাই) দুপুরে শহরের জালাসি এলাকায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মাজহারুল হক প্রধান
উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মো.আব্দুল হান্নান শেখ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকিয়া খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি/সি/সম্রাট/এমকে