মন্তব্য
সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে এ বছর ঈদুল আযহা উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, ঈদের সময় স্বাভাবিক অবস্থা ছিল সারাদেশে। আনন্দে ঈদ উপভোগ করতে পেরেছেন মানুষ ।
রোববার (২ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রাজধানী ঢাকায় সচিবালয়ে নিজ দফতরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের পরদিন ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত এবং একজন সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া এবার ঈদে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পদ্মাসেতুর কারণে দক্ষিণাঞ্চলে যানজট হয়নি বললেই চলে। অন্য রুটে কিছুটা যানজট থাকলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি।
বিডি/এন/এমকে