ক্ষমতায় আসলে বিএনপি-জামায়াত দেশের সর্বনাশ করবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ওরা ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। দেশের সর্বনাশ করে দেবে।


রোববার (২ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন।

বিএনপি-জামায়াত যেন সেটা করতে না পারে, সে জন্য সবাইকে এক হয়ে কাজ করতে  ও সংগঠনকে শক্তিশালী করতে তাঁর দলের নেতাকর্মীদের প্রতি আহবান  জানান এ সময় শেখ হাসিনা।

‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’-  এ পররাষ্ট্রনীতি সরকার মেনে চলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে বা অগ্রযাত্রায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করুক- সেটা আমরা চাই না। সেটা বরদাশত করা হবে না।

শেখ হাসিনা তাঁর বক্তব্যে বিএনপির হাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের লোমহর্ষক নির্যাতনের  কথা তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর কারও প্রতি প্রতিশোধ নিতে চায়নি। প্রতিশোধ নিলে বিএনপি বা জামায়াতের অস্তিত্ব থাকত না।

প্রধানমন্ত্রী এ সময় দেশের উন্নয়নের চিত্রও তুলে ধরেন। বলেন, গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। গ্রামগুলো এখন আর গ্রাম নাই। শতভাগ বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাটের উন্নয়ন করেছি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে- যোগ করেন শেখ হাসিনা।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর