ঈদের ছুটির পর ৫৫ টন কাঁচা মরিচ এলো দেশে

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৩

কাঁচা মরিচ- ফাইল ছবি

দেশে কাঁচা মরিচের আকাশচুম্বী দামে ক্ষোভ আর হতাশা বিরাজ করছে ভোক্তাদের মধ্যে। দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ঈদের ছুটির পর রোববার ( জুলাই) বিকাল ৫টা পর্যন্ত দেশে ৫৫ টন কাঁচা মরিচ এসেছে।

রোববার ( জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে কাঁচা মরিচ আসার তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে  মোট ৯৩ টন কাঁচা মরিচ দেশে এসেছে। এছাড়া এক লাখ ৩৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে লাখ ১৮ হাজার ৫০০ টন।

পেঁয়াজ কাঁচা মরিচের দাম দেশের বাজারে অস্বাভাবিক বৃদ্ধির কারণে আমদানি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর