তিন বছরের মধ্যে রেকর্ড জুনে

নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২৩

ফাইল ছবি

একক মাস হিসেবে তিন বছরের মধ্যে গেল জুন মাসে দেশে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে। আর গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ শতাংশ। গেল জুন মাসে দেশে ২১৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এ কথা। এর আগে ২০২০ সালের জুলাইয়ে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল, সেটার পরিমাণ ছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। গত বছরের জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

ভালো পরিমাণে রেমিট্যান্স আসায় ব্যাংকগুলোতে ডলারের মজুত বাড়ছে। ফলে বিদ্যমান ডলারের সংকট কমে আসছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহাকে ঘিরে নিজেদের পরিবার-পরিজনের কাছে বাড়তি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। সাধারণত প্রতি ঈদের আগে এমনটা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কুরবানির জন্য বাংলাদেশে অর্থ পাঠায় বিভিন্ন সংস্থা

এদিকে গেল জুনেও প্রবাসী আয় দেশে আনার দিক থেকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। দ্বিতীয় অবস্থানে আছে রাষ্ট্রয়াত্ত্ব অগ্রণী ব্যাংক। তৃতীয় অবস্থানে জায়গা নিয়েছে বেসরকারি ব্যাংক- প্রিমিয়ার ব্যাংক।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর