আমার অনেক ফিলিংস রয়েছে : দীঘি 

০৮ মার্চ ২০২১

১২ মার্চ মুক্তি পাচ্ছে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার। সিনেমাটির নায়িকা বাংলা সিনেমার পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি বলেন, সবমিলিয়ে ট্রেলারটি ভালো লাগেনি। ভীষণ আপসেট হয়ে গেছি। হতাশার মধ্যে পড়ে গেছি। এমন অবস্থায় গত কয়েকদিন অনেক সাংবাদিকদের ফোনও ধরিনি।

হলে গিয়ে সিনেমাটি দেখবেন? উত্তরে দীঘি জানান, ১২ মার্চ তার শুটিং আছে। পরিচালকের কাছ থেকে ছুটি নিয়ে সন্ধ্যায় হলে গিয়ে সিনেমাটি দেখার ইচ্ছা আছে তার। দীঘির ভাষায়, ‘শত হলেও এটি আমার প্রথম সিনেমা। এটি নিয়ে আমার অনেক ফিলিংস রয়েছে। সেটি নষ্ট করতে চাই না। আমার কাছে মানুষ, শুভাকাঙ্খীদের নিয়ে সিনেমাটি দেখব।’


মন্তব্য
জেলার খবর