ওয়ানডে সিরিজের টিকেটের মূল্য প্রকাশ

Rabiul Islam
০৩ জুলাই ২০২৩

ঈদের ছুটি শেষ না হতেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

 

এ সিরিজকে সামনে রেখে রোববার টিকিটের মূল্য প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

খেলা দেখতে হলে সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে সমর্থকদের। গত কয়েকটি সিরিজ থেকে অনলাইনে টিকেট কেনার সুযোগ পাচ্ছে সমর্থকরা। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। অনলাইনে আগামীকাল থেকে টিকেট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

 

ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম ১৫০০ টাকা। একই মূল্য রুফটপ হসপিটালিটি বক্সের টিকেটের দাম। ৩০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ড এবং ক্লাব হাউজের টিকেট মিলবে ৫০০ টাকায়। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ড গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।

 

ম্যাচের আগের দুই দিন টিকেট বিক্রি করা হলেও মিলবে ম্যাচের দিনও। সাগরিকা টিকেট কাউন্টার এবং এমএ আজিজ স্টেডিয়াম কাউন্টারে মিলবে এ টিকেট। পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

 

আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর একই ভেন্যুতে ৮ জুলাই দ্বিতীয় ম্যাচ এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ইতোমধ্যেই চট্টগ্রামে পৌঁছে অনুশীলন শুরু করেছে দুদল।


মন্তব্য
জেলার খবর