প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কাঁচা মরিচ বাইরের দেশ থেকে কেন আমদানি করতে হচ্ছে, সে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন। বলেছেন, কৃষি উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। মরিচসহ তরি-তরকারি উৎপাদনের জন্য ছাদবাগান, ঝুলন্ত বাগান করার আহবান জানিয়েছেন।
সোমবার (৩ জুলাই) নবনির্বাচিত ৩ সিটি করপোরেশন মেয়রকে শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহবান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। গাজীপুর, খুলনা ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়রকে শপথবাক্য পড়ান প্রধানমন্ত্রী।
ঝুলন্ত ও ছাদবাগান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমার এলাকায় একটা বাঁশ পুঁতে সেটাতে মটকা বা পলিথিন বেঁধে শুরু করে দিয়েছি। তরি-তরকারির চাষ করছি। গণভবনের ছাদেও মরিচসহ অন্যান্য গাছ লাগিয়েছি। গণভবনকে একটি খামারবাড়িতে পরিণত করেছি। এভাবে প্রত্যেকে উদ্যোগ নিলে পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না কাউকে।
নিজেদের প্রতি ইঞ্চি জমি আবাদ করতে হবে। কোনো জমি অনাবাদি রাখা যাবে না–যোগ করেন প্রধানমন্ত্রী।
বিডি/এন/এমকে