প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নবনির্বাচিত সিটি করপোরেশন মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার এলাকা ও ভোটার দেখে কাজ করে না। প্রত্যেকটা জনগনের জন্য কাজ করে। আপনারাও সেই ভাবেই কাজ করবেন। আসুন, সবাই মিলে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।
সোমবার (৩ জুলাই) খুলনা-বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
নবনির্বাচিত মেয়রদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের উন্নয়ন ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। জনগণের সেবক হয়ে নিজ নিজ এলাকায় কাজ করবেন। কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, আপনার ওয়ার্ডের সার্বিক উন্নয়নে পরিকল্পনা করবেন, সেইভাবে কাজগুলি যেন সুষ্ঠুভাবে হয়। মানুষের আস্থা-বিশ্বাস অর্জনে আপনাদের সবাইকে কাজ করতে হবে।
খুলনা, গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়রকে শপথ বাক্য পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বিডি/এন/এমকে