প্রত্যেকটা জনগনের জন্য কাজ করবেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নবনির্বাচিত সিটি করপোরেশন মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার এলাকা ও ভোটার দেখে কাজ করে না। প্রত্যেকটা জনগনের জন্য কাজ করে। আপনারাও সেই ভাবেই কাজ করবেন। আসুন, সবাই মিলে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

সোমবার ( জুলাই) খুলনা-বরিশাল গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

নবনির্বাচিত মেয়রদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। জনগণের সেবক হয়ে নিজ নিজ এলাকায় কাজ করবেন। কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, আপনার ওয়ার্ডের সার্বিক উন্নয়নে পরিকল্পনা করবেন, সেইভাবে কাজগুলি যেন সুষ্ঠুভাবে হয়। মানুষের আস্থা-বিশ্বাস অর্জনে আপনাদের সবাইকে কাজ করতে হবে।

খুলনা, গাজীপুর বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়রকে শপথ বাক্য পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর