ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা, নিহত ৪

Rabiul Islam
০৩ জুলাই ২০২৩

ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকালে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন অঞ্চলে এ ঘটনা ঘটে। এর মধ্যে বিমান হামলায় তিনজন এবং অন্য একটি ঘটনায় রামাল্লাহ শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরেকজন ফিলিস্তিনি নিহত হন।

 

এছাড়া ইসরাইলি বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন জানা গেছে। এ সময় কমপক্ষে ১০টি নিক্ষেপ করা হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

 

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদী বলেছেন, জেনিনে বিমান থেকে ব্যাপক বোমা নিক্ষেপ করা হয়েছে। মনে হচ্ছে ভূ-পৃষ্ঠে যুদ্ধ শুরু হয়ে গেছে। বিমান হামলার ফলে অনেক ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে। বিমান হামলার পর পুরো এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় বলে জানান তিনি।

 

 

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

 

এদিকে হামলার কথা স্বীকার করেছে ইসরাইল। তারা বলছে, ‘জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালানো হচ্ছে। ফিলিস্তিনি ওই ক্যাম্পটিকে ‘সন্ত্রাসী ঘাঁটি’ আখ্যায়িত  করে তার আরো বলেছে, ‘জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করার চেষ্টা করা হলে, আমরা বসে থাকব না।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর