এলপি গ্যাসের নতুন দর ঘোষণা, কমেছে দাম

নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২৩

ফাইল ছবি

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন দর ঘোষণা করা হয়েছে। নতুন দরে আগের তুলনায় দাম কমেছে। রিটেইলার পয়েন্টে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর হবে।


এর আগে বিকালে নতুন দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দরে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমেছে। নতুন দর ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এলপিজি ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৭৯ টাকা ৯৮ পয়সা, অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৪৬ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর