সর্বশেষ ফুটবল বিশ্বকাপ আসরের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমি
মার্টিনেজ বাংলাদেশ সফরে এসেছেন। দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক
মাশরাফি বিন মর্তুজার সাথে। সোমবার ভোরে বাংলাদেশে পা রাখেন মার্টিনেজ।
মার্টিনেজের অকৃত্রিম ভক্ত মাশরাফি। তার মতো তার দুই সন্তান হুমায়রা ও সাহেলও
মার্টিনেজের বেশ ভক্ত। আর্জেন্টিনার গোলরক্ষকের সাথে দেখা করার প্রস্তাব পাওয়ার সাথে
সাথে তাই তো লুফে নেন সুযোগ। দেখা করেন বাজপাখি খ্যাত মার্টিনেজের সাথে।
মার্টিনেজের সাথে ফান্ডেডনেক্সট কার্যালয়ে মার্টিনেজের সঙ্গে দেখা করেছেন
মাশরাফি। এসময় তার সাথে ছবি তোলেন তারা। এছাড়া নিজের পরা বাংলাদেশের একটি জার্সি তাকে
উপহার হিসেবে প্রদান করেন।
মাশরাফির সাতে বেশ কিছুক্ষণ কথা বলেন মার্টিনেজ। সে রোমাঞ্চকর অভিজ্ঞতার
কথা এক দীর্ঘ ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মাশরাফি।
ফেসবুকের সেই পোস্টের শেষের দিকে মাশরাফি লিখেছেন, 'এমি, আপনাকে স্বাগত
এ বাংলার মাটিতে। এখানে আপনাদের অগুনতি ভক্ত আছে, যুগ যুগ ধরে। আশা করি, আপনারও ভালো
লাগছে এই মাটিতে পা রেখে।'
ঢাকা সফর শেষে সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ভারতের বিমান ধরবেন মার্টিনেজ।
সেখানে ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় কলকাতার
বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে তার অংশ নেওয়ার কথাও রয়েছে তার।