প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন মার্টিনেজ

Rabiul Islam
০৩ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন মার্টিনেজ

বাংলাদেশ সফরে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হোটেল ওয়েস্টিনে উঠেন মার্টিনেজ। বিশ্রাম শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন তিনি। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মার্টিনেজ। এসময় মার্টিনেজ প্রধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর করা জার্সি উপহার দেন।

 

আজই ঢাকা ছেড়ে যাবেন মার্টিনেজ। বাংলাদেশ সফর শেষে যাবেন ভারতে সেখানে দুইদিন থাকবেন। কোলকাতায় একটি প্রীতি ম্যাচেও অংশ নেবেন তিনি। আধা বেলা ঢাকায় থেকে সুপারস্টার লিওনেল মেসির এ সতীর্থ যাচ্ছেন কলকাতায়।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর