মন্তব্য
অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৭০ বছর।
স্থানীয়রা জানান, এ বৃদ্ধকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের বারান্দায় থাকতে দেখা গেছে। তাকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি/ফরহাদ/সি/এমকে