ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার ক্রমান্বয়ে হারাচ্ছে মানুষ: ফখরুল

বাংলাদেশ২৪ অনলাইন ডেস্ক
০৩ জুলাই ২০২৩

মির্জা ফখরুল- ফাইল ছবি

বেপরোয়া স্বৈরাচারের কবলে পড়ে দেশের মানুষ ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার ক্রমান্বয়ে হারাচ্ছে বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, ক্ষুধা অনাহার এখন জনগোষ্ঠির বিপুল সংখ্যক মানুষের নিত্যসঙ্গী। বর্তমানে দুঃশাসনের প্রকোপ চরম মাত্রায় উপনীত হয়েছে।

সোমবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বর্তমান সরকারের সমালোচনা করতে গিয়ে এমন মন্তব্য করেন।

বর্তমানে কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের বিস্ময়কর বৃদ্ধিতে মধ্যম নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে বলেও ‍বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, এ আওয়ামী সরকারের আমলে নারী, পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন। বেপরোয়া স্বৈরাচারের কবলে শুধু জান-মালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক শঙ্কিত দেশের মানুষ।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে চলছে দুর্বিনীত দুঃশাসনের সর্বনাশা প্রতাপ। বিরোধী দল মত এখন নিষ্ঠুর নিষ্পেশনে পিষ্ট। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে সন্ত্রাসী আর বখাটেরা আধিপত্য কায়েম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পদে পদে মানুষের জীবন হয়ে পড়েছে বিপদাপন্ন।

বিডি/আর/এমকে


মন্তব্য
জেলার খবর