পঞ্চগড়ে মারপিটে আহত একজনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৩ জুলাই ২০২৩

ফাইল ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে আহতদের মধ্যে ফয়জুর রহমান (৪৫) নামে একজন মারা গেছেন। রোববার (২ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মত্যু হয়।

এর আগে রোববার বিকালে ধনমন্ডল গ্রামে স্থানীয় বাসিন্দা ফয়জুর রহমান ও তার ভাতিজা ইউসুফকে মারপিট করে তাদের প্রতিপক্ষ মজিবব রহমান গং।

এদিকে ফয়জুর রহমান মারা যাওয়ায় তার ভাই তাইজুল ইসলাম মজিবর রহমানকে প্রধান করে তিনজনকে আসামি দেখিয়ে থানায় একটা হত্যা মামলা করেছেন। পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করেছে। মামলার অন্য দুই আসামি- মজিবর রহমানের স্ত্রী নাজমা খাতুন ছেলে জাহাঙ্গীর আলম।

পুলিশ স্থানীয়রা জানায়, ফয়জুর রহমান ও মজিবব রহমানের মধ্যে জমি নিয়ে বিরাধ চলছে। রোববার বিকালে ফয়জুর রহমানের দুই ভাতিজা খলিলুল্লাহ ইউসুফ বিবাদমান জমির পুকুর পাড়ে বেড়া দিচ্ছিলেন। সময় প্রতিপক্ষের লোকজন প্রথমে তাদের বাঁধা দেয়। ফয়জুর রহমান সেখানে এগিয়ে গেলে ফয়জুর রহমানসহ তার ভাতিজা ইউসুফকে মারপিট করা হয়।  মারপিটে আহত এ দুজনকে  উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 


মন্তব্য
জেলার খবর