নিজেদের বাড়ির পাশে পুরাতন হাটখোলা এলাকায় রাস্তা পার হচ্ছিল চার বয়সী শিশু জান্নাতুল। এ সময় চলন্ত একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সড়কে পড়ে যায়, মুহূর্তের মধ্যে পিষ্ট হয় ইজিভ্যানের চাকায়। মায়ের সামনেই এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
সোমবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার আগদিয়া পুরাতন হাটখোলা এলাকায়। জান্নাতুল বিছালী গ্রামের দিনমজুর তোরাপ গাজী মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় জান্নাতুলের মাসহ পরিবারের সদস্যরা সড়কের পাশের দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছিলেন। দুর্ঘটনার পর নড়াইল সদর হাসপাতালে আনার পথে শিশুটি মারা যায়। মৃত্যু হয়।
এদিকে মায়ের সামনে তার শিশুকন্যার এমন মৃত্যু সইতে পারছেন না কেউ। তার পরিবারসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের মাতম চলছে।
বিডি/ফরহাদ/সি/এমকে