প্রায় ১২ ঘন্টার সফরে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো
মার্তিনেজ। দেখা করেছেন দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিদের সাথে। তবে দেখা করতে
পারেননি বাংলাদেশ দলের ফুটবলাররা। তার সফরসূচিটা এমনভাবে করা হয়েছিল যে, সাধারণ মানুষ
তো দূরের কথা, সাংবাদিকরা পর্যন্ত কাছে ঘেষতে পারেননি! বিমানবন্দর থেকে কালো কাচে ঢাকা
গাড়িতে করে তাকে নেওয়া হয় হোটেলে। সেখান থেকে নেক্সট ভেঞ্চারসের কাচঘেরা রুমে। সেখান
থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সাফের সেমিফাইনাল খেলে ভারত থেকে আজই দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। জামাল
ভূঁইয়ারা যখন বিমানবন্দরে নেমেছেন, ঠিক তখনই এমি মার্তিনেস বাংলাদেশ সফর শেষ করে ভারতে
যাচ্ছিলেন। জামাল ভুঁইয়ারা চেষ্টা করেছেন এমির সাথে দেখা করার জন্য। লাইনেও দাঁড়িয়ে
ছিলেন। কিন্তু দেখা পাননি এমির। বিমানবন্দরে এমি মার্তিনেসকে বহনকারী গাড়ির কাছেই দাঁড়িয়ে
ছিলেন জামাল। কিন্তু তাকে দেখা করার চান্স দেওয়া হয়নি।
দেশের এমির সাথে জাতীয় দলের ফুটবলারদের দেখা করতে না দেওয়াবে স্বাভাবিকভাবে
দেখছেন না কেউই। অনেকে এ ঘটনাকে অনাকাঙ্খিত হিসেবে বিবেচেনা করেছেন।
আরআই