মন্তব্য
নমুনা সংগ্রহ- ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৬ জন শনাক্ত হয়েছে। এ সময় কোনো করোনা রোগী মারা যায়নি। তবে মোট সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৬ জন। সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৫ দশমিক শূন্য দশমিক ৩। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৩১২ টি। নতুন ও পুরানো মিলে পরীক্ষাও করা হয়েছে ১ হাজার ৩১২টি নমুনা। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।
বিডি/এন/এমকে