আমাদের ডিভোর্স হয়নি: বুবলী

Sraboni
০৪ জুলাই ২০২৩

বুবলি

সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীর প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তাদের সর্ম্পকের টানাপোড়নের খবর কারোরই অজানা নয়।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সর্ম্পকের বিষয়টি প্রকাশ্যে আনলেন বুবলী।

 

বুবলী বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার এখনো ডির্ভোস হয়নি। আমরা সেপারেটেড (আলাদা থাকছি)। সে যদি তার জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটা পারিবারিকভাবে কথা বলা উচিত। কোনো মিথ্যা নিউজ বা প্রোপাগান্ডা শুনে নয়।

 

তিনি আরও বলেন, ‘শাকিব খান তো বাচ্চা না। তাকে কেউ কিছু বোঝালেও তিনি সংসার ছেড়ে চলে যাবেন না। এই সম্পর্কের বিষয়ে এখন সম্পূর্ন সিদ্ধান্ত তার। আমার চেষ্টা যেটা করার আমি করেছি। এখনও আমার ছেলেকে নিয়ে সংগ্রাম করে যাচ্ছি।


মন্তব্য
জেলার খবর