আট বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২৩

ফাইল ছবি

দেশের আট বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিকে বৃষ্টি হলেও তাপমাত্রা দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে, রাতের প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  মঙ্গলবার ( জুলাই) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ সিলেটের অধিকাংশ এলাকা, রাজশাহী চট্টগ্রামের অনেক জায়গা এবং ঢাকা, খুলনা বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮৬ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে যশোরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমী বায়ু  এখন দেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর