২৪ ঘণ্টায় ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২৩

দেশে ডেঙ্গু আক্রান্ত জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন  ডেঙ্গু রোগী ।

মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ৬১ জন ডেঙ্গু আক্রান্ত লোক মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি ৬৭৮ জনের মধ্যে ৪২৯ জন ঢাকায় আর  বাকিরা ঢাকার বাইরে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৯ হাজার ৮৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১৪১ জন।

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর