নেইমারকে ৩৩ কোটি টাকা জরিমানা

Rabiul Islam
০৪ জুলাই ২০২৩

নেইমার

সমালোচনা যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের। প্রেমিকার সাথে ঝামেলার পর এবার পরিবেশ আইন ভাঙার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে। খবর এএফপির।

 

মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের রিও ডি জেনিরোতে নেইমারের একটি প্রাসাদ রয়েছে। সেখানে নতুন একটি স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার কর্তৃপক্ষ। কাজ বন্ধের কারণ হিসেবে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

 

অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশী টাকায় ৩৫ কোটি টাকারও বেশি।

 

ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার। এতে স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

 

তবে এ ব্যাপারে নেইমারের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিদেশি এ গণ মাধ্যমটি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর