ব্যক্তির চেয়ে দল আগে: তামিম

Rabiul Islam
০৪ জুলাই ২০২৩

তামিম ইকবাল

আফগানিস্তানের বিপক্ষে কালই মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ কাল। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

 

এদিকে ইনজুরির কারণে দেশটির বিপক্ষে দলে থাকা হয়নি তামিমের। ইনজুরি থেকে এখনও ভালো মতো সুস্থও হননি। তবুও প্রথম ওয়ানডেতে খেলবেন বলে জানিয়েছেন তামিম। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

তামিম বলেন, ‘আমি অবশ্যই কালকের জন্য এভেইলেবল। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে, শতভাগ। কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারব যে, কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো, আমি কালকে খেলছি ইনশাআল্লাহ্‌।’

 

পুরো সিরিজ খেলতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমারও দেখতে হবে যে, আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এরকম কোনো কাজ করব না, যেটা দলকে ভুগবে। কারণ আমি সবসময় বলি, যেকোনো কাজে ব্যক্তির চেয়ে দল আগে। আমার এখন মনে হচ্ছে, আমি কালকের জন্য প্রস্তুত। ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে, আমি ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি ও মেডিক্যাল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট। দেখা যাক, কাল কী হয়।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর