রামপাল থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে

নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২৩

ফাইল ছবি

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে নিয়মিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে আগামী আগস্ট মাসে।

আপাতত এ কেন্দ্রের প্রথম ইউনিট বন্ধে থাকলেও দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শেষ হয়েছে।

মঙ্গলবার ( জুলাই) বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) এক প্রেস বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়েছে। প্রথম ইউনিট কবে নাগাদ চালু হবে, সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

গত ২৮ জুন দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট জাতীয় গ্রিডে পরীক্ষামুলক ও সফলভাবে যুক্ত হয়।

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর