মন্তব্য
ফাইল ছবি
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে নিয়মিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে আগামী আগস্ট মাসে।
আপাতত এ কেন্দ্রের প্রথম ইউনিট বন্ধে থাকলেও দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শেষ হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। প্রথম ইউনিট কবে নাগাদ চালু হবে, সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
গত ২৮ জুন দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট জাতীয় গ্রিডে পরীক্ষামুলক ও সফলভাবে যুক্ত হয়।
বিডি/এন/এমকে