বাড়তে পারে বিপিএলের ভেন্যু

Rabiul Islam
০৫ জুলাই ২০২৩

নয় বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজন হয়ে আসছে। জনপ্রিয় এ আসর দেশের তিনটি ভেন্যুতে এতোদিন এ আসর হয়ে আসছে। তবে আগামী আসর থেকে ভেন্যু বাড়ানোর কথা চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক মঙ্গলবার (৪ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিপিএল কুইজ-২০২৩ এর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান।

 

মল্লিক বলেন, ‘খুলনার চেয়ে রাজশাহীকে আমরা একটু এগিয়ে রাখব। রাজশাহীতে খেলা দেওয়ার ইচ্ছে আছে আমাদের। এ মৌসুমে না পারলেও এর পরের সিজন থেকে আমরা চেষ্টা করব। খুলনাতে আমাদের খুব ভালো মানের হোটেল দরকার তিন-চারটা। সেখানে এরকম নেই। রাজশাহীতে দুটো নতুন হোটেল হয়েছে। এ দিক থেকে আমরা রাজশাহীকে এগিয়ে রাখছি।

 

বরিশালকে বিবেচনায় রাখা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বরিশালে শুধু ট্রাসপোর্ট না, হোটেলের সমস্যাও আছে। একটা মাত্র হোটেল আছে যেটা আমাদের বিপিএলের মানের সঙ্গে যায়। এই জায়গা থেকে ছয়-সাতটা দলকে নিয়ে ওখানে টুর্নামেন্ট করাটা কঠিন।


মন্তব্য
জেলার খবর