খারকিভে রুশ হামলা, শিশুসহ আহত ৩১

Rabiul Islam
০৫ জুলাই ২০২৩

ইউক্রেনে সামরিক হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ইউক্রেনের খারকিভ অঞ্চলের পারভোমাইস্কি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এতে নারী-শিশুসহ ৩১ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘২৮ হাজার মানুষের শহর পারভোমাইস্কির একটি আবাসিক ভবনের পার্কিং এলাকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক বছর ও ১০ মাস বয়সীসহ মোট নয়জন শিশু রয়েছে।’

 

হাসপাতালে ভর্তি সকলে মারাত্মক আহত হয়েছেন বলেও জানান তিনি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর