সাফে নবম শিরোপা ঘরে তুলল ভারত

Rabiul Islam
০৫ জুলাই ২০২৩

সাফ ফুটবলের ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে নবম বারের মতো শিরোপা নিজেদের করে নিল ভারত।

 

নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। ফলে খেলার ফলাফল নির্ধারণ করতে হয় টাইব্রেকারে।

 

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর ফাইনালে মঙ্গলবার ১২০ মিনিট ও টাইব্রেকের পাঁচ শটেও মীমাংসা হয়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় সাডেন ডেথে। মনে রাখার মতো এক ফাইনাল দেখল দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীরা।

 

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। পরের অর্ধে নেমেই গোল পেয়ে যায় কুয়েত। ম্যাচের ১৪তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে আলফানেনি বল বাড়ালেন আলব্লাউসির দিকে। আলব্লাউসি বল বাড়িয়ে দেন আল খালদির দিকে। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলখালিদি।

 

ভারত সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। ১৬ মিনিটে সমতা ফেরাতে পারত। কিন্তু, সুনীল ছেত্রীর শট ঠেকিয়ে দেন কুয়েত গোলরক্ষক। এরপর দুইদলই চেষ্টা করেছে গোল করতে। ৩৯ মিনিটে ভারত সেই সুযোগটা পেয়ে যায়। সুনীল ছেত্রীর তৈরি করা বল থেকে স্বাগতিকদের সমতায় ফেরান লালিয়ানজুয়ালা চাগতে।

 

দুই দল আর কোনো গোল করতে না পারলে ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে।

 

আরআই 


মন্তব্য
জেলার খবর