সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন জিকো

Rabiul Islam
০৫ জুলাই ২০২৩

সাফ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে কাল। শিরোপা জিতেছে ভারত। এ নিয়ে নবম বারের মতো শিরোপ জিতল তারা। ১৪ বছর পর এবার সেমি ফাইনালে উঠেছিল বাংলাদেশ। পুরো আসর জুড়ে এবার ভালো খেলেছে লাল-সবুজের ছেলেরা। তার পুরস্কারও পেয়েছে তারা। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো।

 

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স করেছিলেন জিকো। এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন বাংলাদেশের এ তারকা।

 

শনিবার সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় বাংলাদেশ। এরপর সোমবার দেশে ফিরে আসে জামাল ভুঁইয়ারা।

 

ফাইনালে উঠতে না পারলেও সাফের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার যে লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিল সেটা পূরণ হয় বাংলাদেশ দলের।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর